“মাদক ছাড়- নাহয় কুমিল্লা ছাড়”- পুলিশ সুপার ফারুক আহমেদের দিক নির্দেশনায় মাদকমুক্ত কুমিল্লা গড়তে সদর দক্ষিণ মডেল থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার সকাল নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিন মডেল থানার এসআই সোহেল হোসেনের নেতৃত্বে এএসআই জহির উদ্দিন, এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার লক্ষীপুর বালুতুফা সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি আটক করে।এ সময় সিএনজিতে থাকা ২৮০ বোতল ফেনসিডিলসহ ১০ কেজি গাঁজা উদ্ধার পুর্বক বুড়িচং উপজেলার জসিম উদ্দিনের ছেলে সাইদ রাহুলকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিকে মাদক আইনে মামলা দায়ের করা হয়। সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী জানান, মাদক নিয়ে ছাড় নয়, থানা এলাকা মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানান।