কুমিল্লা শহর ও আশপাশে অবস্থিত একাধিক আবাসিক হোটেলে একযোগে অভিযান চালায় কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম । এ সময় পতিতাবৃত্তি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৫ জন নারী পুরুষকে গ্রেফতার করে জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বসাধরনকে পরিচয় গোপন রেখে তথ্য দিন, সুন্দর ও নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নেওয়ার আহবান জানানো হয়।
সাম্প্রতিক সময়ে দেহ ব্যবসার জমজমাট আসর বসে প্রতিদিনই, অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, জুয়া আর আড্ডায় ভরপুর থাকে আবাসিক হোটেগুলো। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আমতলি এলাকায় হোটেল “অভি” আলেখারচর এলাকায় হোটেল “বৈশাখী” ও “হোটেল তানিন” ঝাগুরজুলি এলাকায় কুমিল্লা হাইওয়ে- হোটেলের দ্বিতীয় তলা ও “নীলপদ্ম” আবাসিকসহ একাধিক হোটেল রয়েছে।
বিস্তারিত আসছে —