কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির বৌয়ারা বাজার বিওপির অধীনস্ত লক্ষীপুর চেকপোস্টের টহলদলের অভিযানে ভারতীয় নাগরিক ও ইয়াবা সম্রাট মিজানকে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে চার হাজার পিস ইয়াবা ও তিন বোতল ফেনসিডিল গ্রেফতার করে।
বিজিবি সুত্র জানায়, ১৯ মার্চ শুক্রবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ্ লক্ষীপুর এলাকার সীমান্ত অতিক্রম করে প্রবেশের পথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক মোঃ মিজানুর রহমান, পিতা-মোঃ ইসমাইল মিয়া, গ্রাম-তারাপুকুর, পোষ্টঃ ধনপুর, থানা-সোনামুড়া, জেলা-সিপাহীজ্বলা, ত্রিপুরা, ভারতকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে।ধৃত আসামিকে সদর দক্ষিণ মডেল থানায় প্রেরণ করে বিজিবি সদস্যরা।