হবিগঞ্জ সদর হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে বিভিন্ন বিভাগের সেবার মান পরিদর্শন করেন।
এসময় বাথরুমের বেহাল অবস্থা দূরীকরণ, অপরিষ্কার বেড কভার পরিবর্তন, শিশু সুরক্ষা বিশেষ ওয়ার্ডের সমস্যা সমাধানসহ সেবা নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া পরিদর্শনের সময় সার্জারি ওয়ার্ডে এক রোগীর কাছ থেকে ব্যান্ডেজ করাতে টাকা দাবির অভিযোগ পান জেলা প্রশাসক। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিনকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোতাচ্ছিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কেএম মোস্তাফিজুর রহমান, এডিএম মিন্টু চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, ডা. আরশেদুর রহমান, ডা. মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।
হাসপাতালের সব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন নবনিযুক্ত জেলা প্রশাসক।
এ জাতীয় আরো খবর..