কুমিল্লা জেলা আইনজীবী সমিতির২০২১-২০২২ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়লাভ করে। বিএনপি-সর্মথিত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জয় লাভ করেছে ১২ টি পদে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (সাদা) থেকে মাত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছে।
বিএনপি সমর্থিত বিজয়ী হলেন সভাপতিপদে শরীফুল ইসলাম , সহ সভাপতি আবদুল বারী, সহ সভাপতি সিদ্দিকুর রহমান , সাধারন সম্পাদক মোহাম্মদ সহিদ উল্লাহ (নীল), সহ:সাধারন সম্পাদক আল মাহমুদ সাগর (নীল), ট্রেজারার পদে ইফতেখার আলম (নীল), এনরোলমেন্ট পদে নবেন্দু বিকাশ দোলন (সাদা)ও সহ এনরোলম্যান্ট পদে তাহমিনা মুজাহিদ (সাদা), রিক্রিয়েশন পদে বিল্লাল হোসেন ভূইয়া (নীল)
সাত সদস্য পদের মধ্যে চারজন (নীল) বিএনপি প্যানেলের ও আ.লীগ প্যানেলের তিনজন জয়ী হয়। নির্বাচিত সদস্যরা হলেন ১, ফারহানা সেলিম (নীল) ২, কৌশিক ( সাদা) ৩, সাহেদা বেগম (নীল), ৪) সাইফুল (নীল), ৫) হাছানুজ্জামান( নীল), ৬) মির্জা কামাল (সাদা) ও ৭) তাহমিনা (সাদা)।
১১ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর ভোট গণনা শেষে ১২ মার্চ শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি সাধারন সম্পাদকসহ ১২ জন বিএনপির সমর্থক জয় লাভ করে।