কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে
স্থানীয় সুত্র জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। ঘটনাস্থলে মহাসড়কের দুইদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।