রক্ত দিয়ে প্রসূতি মায়ের জীবন বাঁচালেন পিরোজপুরের মঠবাড়িয়া থানার দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (৯ মার্চ) গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানিক বালা (৩৫) নামে ওই প্রসূতিকে রক্ত দেন তারা। আর এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই দুই পুলিশ সদস্য।
জানা যায়, মঠবাড়িয়া থানার জানখালী গ্রামের ওই সন্তানসম্ভবা নারীর প্রসব যন্ত্রণা উঠলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে সময় ওই নারীকে কর্তব্যরত ডাক্তার সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পরামর্শ দেন। সে সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সিজার করতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকেরা।
এদিকে, কি করবেন বুঝতে না পেরে থানায় যান ওই প্রসূতির স্বামী স্বাগতম হালদার। পুলিশকে ঘটনা খুলে বলেন। সেসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিক চিকিৎসকের সঙ্গে কথা বলে রক্তের গ্রুপ জানেন। তারপর থানার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে একই গ্রুপের দুজন পুলিশ সদস্যকে রক্ত দিতে অনুরোধ করেন। এরপর তারা রক্ত দিয়ে প্রসূতি মায়ের প্রাণ রক্ষা করেন।
এ বিষয়ে থানার ওসি গণমাধ্যমকে জানান, একজন অসহায় প্রসূতি মায়ের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। সেসময় এমন মানবসেবায় মানবিক লোকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
প্রসূতি মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী হাসান বলেন, পুলিশ রক্ত দিয়ে আবারও মানবতার পরিচয় দিয়েছে।
এ জাতীয় আরো খবর..