নারায়ণগঞ্জ আড়াইহাজারে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক আশিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৮ মার্চ) ভোরে উপজেলা সদর এলাকা থেকে প্রেমিক আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক উপজেলার পাঁচগাও চরপাড়া এলাকার মোস্তফার ছেলে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, গত তিন মাস আগে এক স্পিনিং মিলের নারী শ্রমিক (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে একই প্রতিষ্ঠানের গাড়িচালক আশিক বিভিন্ন স্থানে ঘোরাফেরার নাম করে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর তাকে নিজ বাড়ি নিয়ে ধর্ষণ করেন লম্পট আশিক। পরে ওই নারী শ্রমিক অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তিনি আশিককে বিয়ে করার জন্য চাপ দেন।
তিনি আরও জানান, আশিক বিয়ে করতে রাজী না হলে ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে রোববার (০৭ মার্চ) রাতে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সোমবার ভোরে ধর্ষক আশিককে উপজেলা সদর থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আশিককে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ জাতীয় আরো খবর..