1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যেগে লিফলেট বিতরন করা হয়। সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় সংসদের আ‌য়োজ‌নে নয়া পল্টনে সমাবেশ বিএনপি কৃষক বান্ধব দল — ওবায়দুর রহমান চন্দন কড়া ‘অ্যা’কশন’ নিতে ভারতীয় সেনাদের নির্দেশ মোদির অভিনেতা সিদ্দিককে মারধর, থানায় সোপর্দ নারায়ণগ‌ঞ্জে ১৪ নং ওয়ার্ড বিএন‌পির সেক্রেটারি প‌দে রানাকে নি‌য়ে বিতর্ক বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতে কৃষি সংস্কার ভাবনা নিয়ে নির্মিত “কৃষি কথা” শীর্ষক ভিডিও চিত্র পারভেজ হত্যায় জ‌ড়িত খু‌নি‌দের গ্রেফতা‌রে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল পারভেজ হত্যায় জ‌ড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মজাখালী‌তে মশাল মি‌ছিল

“জীব‌নের স‌ঠিক উপলব্ধি”

------------ রুবা‌য়েত হো‌সেন অনতু
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬১১ বার পঠিত

এক সময় জীবনকে দাওয়া করতাম, জীবন তুই জলদি ফুরিয়ে যা। এতো সময় দিয়ে আমি কি করবো! আর আজ যখন জীবন আমাকে দাওয়া করছে, তখন আমি জীবনকে হাত জোড় করে মিনতি করি; জীবন তুই আমাকে দাওয়া করিস না, আমি ধীরে ধীরে চলবো। কিন্তু জীবন আজ আমার অনুরোধ শুনতে রাজি না। কারণ আমি তাকে অনেক জ্বালিয়েছি, তাই জীবন আজ আমাকে জ্বালাচ্ছে।

এইতো কিছু দিন আগেও মনে হতো, মৃত্যু আমাকে ভয় পায়! আর আজ আমি মৃত্যুকে ভয় পাই। জীবনের একমাত্র সত্য এটাই যে কাল আমি থাকবো না এই সুন্দর পৃথিবীতে, থেকে যাবে আমার পাপের ফসল।
গতকালকেও মনে হতো আমার অনেক টাকার দরকার, কিন্তু আজ আমার কিছুই দরকার নেই এমনটি ভাবি। গতকালকেও রাগ হলে কাউকে গালি দিয়েছি, আর আজ তার কাছে ক্ষমা চাচ্ছি। আগামীকাল যে আমার আসবে না। গতকালকেও আমি অনেক সাহসী যুবক ছিলাম, আর আজ আমি সাহসকে ভয় পাই। কারণ আগামীকাল যে আমি থাকবো না।

আপনার সাথে আমি অন্যায় করেছি ক্ষমাটা আপনার কাছেই চাইতে হবে! মক্কা মদিনা গিয়ে চাইলেও কোনো লাভ নেই, আল্লাহর কাছে চাইলেও কোনো লাভ নেই। যাকে কষ্ট দিয়েছি, যার হক মেরে খেয়েছি, যাকে গালি দিয়েছি, যার মনে আঘাত দিয়েছি তার কাছেই ক্ষমা চাইতে হবে, সে মাফ করলেই তবে মুক্তি। 

এক সময়, সময় অচল ছিলো, আমি সচল ছিলাম, আজ সময় সচল, কিন্তু আমি অচল। এটাই বিধাতার খেলা, প্রকৃতির নিয়ম। ঘড়ির কাঁটা আজ খুব জলদি চলছে, ক্যালেন্ডারের তারিখও খুব জলদি পরিবর্তন হচ্ছে, তার মানে যেতে হবে ওপারে – স্থায়ী ঠিকানাতে , যে ঠিকানার শুরু আ‌ছে শেষ নেই ।

জীবনের এই বাঁকে বাঁকে
পেয়েছি সাধ ক্ষণে ক্ষণে,
জীবনের এই শেষ বেলাতে
সঁপেছি মোরে বিধাতার কাছে।

অসমাপ্ত !

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com