কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিজয়ী হয়ে সদরের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে এসে সালাম করে শুভেচ্ছা বিনিময় করেন। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষিত হয়। এতে নৌকা প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে বিজয়ী হোন।
নির্বাচনী ফলাফলে আবুল কালাস আজাদ ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের এএফ এম তারেক মুন্সী ফেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট। এছাড়াও আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট ও জাতীয় পার্টির নাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।
জানা যায়, নির্বাচনের আগে উপজেলা পরিষদের উপ নির্বাচনে কুমিল্লা সদর এবং মহানগর আ’লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরাই দেবিদ্বার উপজেলা পরিষদের নির্বাচনে মূল ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কুমিল্লা নেতাকর্মীরা দেবিদ্বারে অবস্থান করেন । এছাড়াও নির্বাচনে স্থানীয় এমপি ও নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের একটি অংশের সমর্থন পাননি নৌকা প্রার্থী কালাম। ফলে বাইরের নেতাকর্মীদের উপরই নির্ভরশীল হয়ে নির্বাচনে নৌকা প্রার্থী বিজয় লাভ করেন।
উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত। দেবিদ্বার উপজেলায় এবারের মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৫০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৮২০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৬৮২ জন। মোট ১১৪ টি ভোট কেন্দ্র স্থায়ী ও অস্থায়ীসহ ৭৭০ টি ভোট কক্ষ। আ.লীগ, বিএনপি , জাতীয় পার্টি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৪ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন।সবশেষে বিজয়ের মালা গ্রহন করেন নৌকার আবুল কালাম আজাদ।