কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ধানের শীষের চেয়ে ৩৬ হাজার ৪৩২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা মার্কায় আবুল কালাম আজাদ মোট ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের এএফএম তারেক মুন্সী ৫৯ হাজার ১৪২ ভোট পেয়েছেন ।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট ও জাতীয় পার্টির নাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।
এ দিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বলেছেন, দেবিদ্বার উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছিল। এ সকল গভীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা বিজয় ছিনিয়ে এনেছে। যারা এ নির্বাচনে ষড়যন্ত্র করেছে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সমুচিত জবাব দিবেন। দেবিদ্বারের জনগণ ও তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা আজ নৌকার প্রার্থীকে বিজয়ী করে ষড়যন্ত্রকারিদের কঠিন বার্তা দিয়েছে। ষড়যন্ত্রকারিদের ভবিষ্যত যে অন্ধকার নৌকার বিজয় আজ তা সুনিশ্চিত করেছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেছেন, দেবিদ্বার আ’লীগ ঐক্যবদ্ধ ছিল বিধায় নৌকার বিজয় কেউ ছিনিয়ে নিতে পারেনি। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও দেবিদ্বার জনগণ সকল ষড়যন্ত্রকে নসাৎ করে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করেছে। নৌকার বিজয়কে মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি বলে জানান রোশন আলী মাষ্টার