1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

কু‌মিল্লা দেবীদ্বা‌রে‌ নির্বাচন‌ী স‌হিংসতায় গু‌লি‌বিদ্ধ ২ আহত ৮

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৮ বার পঠিত

কুমিল্লার দেবীদ্বারে নির্বচনী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জনসহ আহত হয়েছেন ৮ জন। আহতদের দেবীদ্বার উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এছাড়া আশংখাজনক গুলিবিদ্ধ দু’জনকে দ্রুত ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার প‌রে দেবীদ্বার থানা গেইট এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দেবীদ্বার পুরাতন বাজার এলাকার মো. আঃ সালাম’র ছেলে মো. ফয়েজ মালি (২৫), আব্দুল খালেক’র পুত্র সাহাব উদ্দিন (২০), কুমিল্লা সদর’র ইসহাক মিয়ার পুত্র মো. মোজাম্মেল হক (২৫), মোহাম্মদ হোসেন’র ছেলে মো. সাইফুল ইসলাম(২০), মো. আনোয়ার হোসেন’র ছেলে ইরফাত আহমেদ পিয়াস (২২) ও মো. সাজ্জাদ হোসেন(৩৬) অজ্ঞাত।

আহত ইরফাত আহমেদ পিয়াস জানান, কুমিল্লা মহানগর আ’লীগ’র সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত এবং সদর দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল’র নেতৃত্বে আমরা নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় এসেছিলাম। আমরা নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল শেষে রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাস্পাসে অবস্থান নেই, এসময় আমারা স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে পার্শবর্তী থানার পূর্বপাশের বাজারের একটি চা দোকানে বসে চা খাচ্ছিলাম। এসময় কয়েকজন যুবক এসে আমাদের পরিচয় জানতে চাইলে আমরা পরিচয় দেই, তখন তাদের একজন ফোনে কারোর সাথে কথা বলার পরই প্রায় ৫০/৬০ জন রাম দা, ছোরা, রড, লাঠি নিয়ে এসেই বহিরাগত সন্ত্রাসী বলেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শি জানান, হামলার সংবাদ পেয়ে পুরাতন বাজার এলাকায় বিপুল সংখ্যক লোকজন রাম দা, ছোরা, রড, লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়, অপরদিকে অপরপক্ষ রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেয়া নেতা-কর্মীদের উত্তেজিত হতে দেখা যায়। এরই মধ্যে আহত কয়েকজনকে হাসপাতালের দিকে নিতে দেখেছি। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনতে পাই। বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ রাস্থায় অবস্থান নি‌তে  দেখা যায়। উক্ত সংঘর্ষ ও হতাহ‌তের ঘটনার বিষ‌য়ে মেয়রপ্রার্থীগন ও পু‌লিশ প্রশাস‌নের সা‌থে যো‌যোগ করার চেস্টা ক‌রেও কাউ‌কে পাওয়া যায়‌নি। উপজেলা সদর এলাকা থম থমে বিরাজ করছে।পু‌রো এলাকা প্রায় জনমানব শুন্য হয়ে পড়ে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার মধ্যেই নির্বাচনী প্রচারনার শেষ দিন ছিল, তাই উপজেলার বিভিন্ন গ্রাম ও সদরের সড়কগুলো ছিল ভোটার ও সমর্থকদের পদাচারন এবং মিছিলে মিছিলে প্রকম্পিত। দুপুরের পর থেকে একের পর এক আ’লীগ, বিএনপি, আনারস প্রতীকের স্বতন্ত্র পার্থীর খন্ড খন্ড মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করতে দেখা যায়। সন্ধ্যার পর পরই দু’পক্ষের সহিংস ঘটনায় নির্বাচনী পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে। আগামী রোববার (২৮ ফেব্রুয়ারী) দেবীদ্বার উপজেলা পরিষদ’র উপ-নির্বাচন সম্পন্ন হবে।সুত্র:ভোক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com