কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির দলীয় ও মনোনীত প্রার্থী এ এফ এম তারেক মুন্সী।বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাবেক বিএনপি’র সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাস ভবনে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির দলীয় প্রার্থী এ.এফ.এম তারেক মুন্সী বলেন, সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছে। তাদের দলীয় বিভেদ নিয়ে নিজেদের মধ্যকার সংঘর্ষকে আমাদের বিএনপির কার্যকলাপ বলে অপপ্রচার করা হচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা প্রশাসনকে বিভিন্নভাবে অবগত করেছি। নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগও জানিয়েছি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীকে পরাজিত করতে এবং সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। জেলা নির্বাচন কমিশনারের কাছে তার দল এবং উপজেলাবাসীর দাবি অনতিবিলম্বে নির্বাচনের পূর্বেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে হবে।
এ এফ এম তারেক মুন্সী গনমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবেন । আমি জনগনের ভোটে জয়লাভ করতে পারি তাহলে উপজেলা যুবসমাজ’কে মাদক মুক্ত রাখব, মাদক থেকে দুরে রাখতে যুব সমাজের জন্য খেলার মাঠ, বিনোদন ও কর্মের ব্যবস্থা করা হবে।
ওই সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহাজুদ্দিন সাজু, মুঞ্জু সরকার, সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মনির নিজামী, ছাত্রদলের সভাপতি মোঃ নুরুজ্জামানসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।