ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় প্রয়োজন। গত ২১ ফেব্রুয়ারি ২০২১ সকাল ০৮.০০ টায় আশুলিয়া থানার বাড়ইপাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পূর্ব পাশে এবং মিলিনিয়াম সিএনজি পাম্পের দক্ষিণ পাশের রাস্তা সংলগ্ন পুকুরপাড়া নামক স্থানে অজ্ঞাতনামা মহিলার লাশ লাগেজের ভিতরে ভরে ফেলে যায় । পরে অজ্ঞাত নারীর মৃতদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
মৃত নারীর আনুমানিক বয়স ২৫/৩০ বছর। এ সংক্রান্তে আশুলিয়া থানায় ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ একটি মামলা হয়েছে। যার নম্বর-৬১, তারিখ-২২/০২/২০২১ খ্রিঃ।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে আশুলিয়া থানার মামলা তদন্তকারী অফিসার (০১৭৩৬৮৩৩২৪৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৮৯৪০৩) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।