ষড়যন্ত্রমুলক মাদক মামলা দিয়ে স্বনামধন্য ব্যবসায়িকে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায় চান্দিনা থানা পুলিশের বিরুদ্ধে। গতকাল চান্দিনা থানা পুলিশের এসআই নোমান মিয়া বাদী হয়ে মাদক আইনে মিথ্যা মামলা রুজু করে ব্যবসায়ির বিরুদ্ধে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, চলতি মাসের ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় চান্দিনা থানার এসআই নোমান মিয়া একদল পুলিশ নিয়ে চান্দিনার স্বনাম ধন্য ব্যবসায়ি ও জাতয়ি দৈনিক স্বাধীন সংবাদের সহ সম্পাদক বিল্লাল শেখের চান্দিনাস্থ বাসার সামনে অবস্থান নেয়। এ পর্যায়ে বাসার দরজায় নক করলে ——-