ছুটির দিনে লোকে লোকারণ্য চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। ৭ কিলোমিটার দীর্ঘ সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। সমুদ্রের আঁছড়ে পড়া ঢেউ দেখে আবার স্পিডবোটে সাগরে ঘুরে আনন্দ উদযাপন করেন দর্শনার্থীরা।
দুপুর না হতেই পুরো সৈকত এলাকায় জমে যায় দশনার্থীদের ভিড়। তিন স্তরে বিভক্ত সাত কিলোমিটার দীর্ঘ সৈকতের পুরোটায় ছিল দশনার্থীদের সমাগম। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন এখানে আসছেন ছুটি কাটাতে। পতেঙ্গার মূল আকর্ষণ স্প্রিডবোটে চড়ে সাগরে ঘুরে বেড়ানো। তার সাথে রয়েছে উপকূলীয় এলাকায় ভেড়ানো শত শত জাহাজ দেখা। এ অবস্থায় দশনার্থীর ভিড় সামাল দেয়ার পাশাপাশি নিরায় তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী।
টুরিস্ট পুলিশের পরিদর্শক এনামুল হক বলেন, ‘পর্যটকটের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্টি পুলিশের পাশাপাশি এখানে বিশেষ বাহিনীরও ব্যবস্থা রয়েছে। নগরীতে যে কটি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতেই একমাত্র উন্মুক্ত। বাকিগুলোতে চড়া প্রবেশ মূল্যের সাধারণ মানুষের ভিড় বেশি হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে।
এ জাতীয় আরো খবর..