রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ উজ্জ্বল হোসেন (৩৭)।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২১) বিকাল ৫.৩০ টায় মতিঝিল সার্কুলার রোডের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত উজ্জ্বল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রয় করতো।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।