কুমিল্লা জেলার দাউদকান্দিতে সোস্যাল ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ধৃত আসামি আল আমিন উক্ত এজেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছিল।
জেলা পুলিশ সুত্র জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দাউদকান্দি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোস্যাল ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনায় চোরাই ১ টি মনিটর, ১টি স্কেনার মেশিন, ১ টি ডিভিআর মেশিন, ৩ টি সিসিটিভি ক্যামেরা, ১ টি ফিঙ্গার প্রিন্ট মেশিন এবং নগদ ১৮৮,২৫০/ উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনায় জড়িত ম্যানেজার আল আমিন বাবু (৩০)কে আটক করা হয়। আসামির দেখানো মতে তাহার বসত ঘরের সান-সীটের উপর হইতে নগদ টাকা উদ্ধার করা হয়। আসামি ইতিপূর্বে ব্যাংকের হিসাব/ভোল্টের টাকা আত্মসাৎ করে এবং ঘটনাকে ভিন্নপথে নিতে নিজেই গতরাত ৭ঃ৩০- ৯ঃ৩০ ঘটিকায় কৌশলে ব্যাংকে প্রবেশ করিয়া মামলার ঘটনা সৃজন করে।চুরির ঘটনায় সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংকের মালিক মোঃ মাছুম মিয়ার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার মামলা নং ১৫ তারিখ ৯/২/২১ ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা রুজু করা হয়। ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করে পুলিশ। সুত্র: কুমিল্লা জেলা পুলিশ