গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘির চালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), মোক্তার উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ভবনে আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামির স্বজনরা হামলা চালালে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বাসন থানার উপপরিদর্শক এসআই আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ছয়জনকে গ্রেফতার করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, পুলিশের এসআই আবদুর রহিম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..