কুমিল্লায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট এর মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রবিবার ( ২৪ জানুয়ারি) দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় টাউনহল মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও এস.এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিনকে নিয়ে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমে হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেলসহ আটক করে নগরীর টাউন হলে নিয়ে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়।
জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাইদ বলেন, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে। হেলমেট বিহীন চালক ও আরোহী কেউ মোটরসাইকেল নিয়ে রাস্তায় গাড়ী চালাতে পারবে না বলেও জানান তিনি।