কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে দুইজনকে আটক করে থানা পুলিশ। সোমবার (১১জানুয়ারী) সন্ধ্যায় মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্প এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ দুজনকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের সাথে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবান গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তারা মোটর সাইকেলে (ঢাকামেট্টো-ল- ১৩-৮৫৯৮) করে কুমিল্লার সোয়াগাজি থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।