কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিততে মোটর সাইকেল দুর্ঘটনায় নূর সাদি (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাথে থাকা নাজমুল ও তনু নাসর নামে দুই বন্ধু আহত হয়েছে।শনিবার রাত ১০টায় ময়নামতি তুত বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নূর সাদি বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারের বাড়িতে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০ টায় একটি মোটরবাইকে তিনবন্ধু ময়নামতি তুত বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান মোটরবাইকটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নূর সাদিকে মৃত ঘোষণা করে। আহত অপর দুই জনের অবস্থাও আশংকাজনক থাকার বিষয়ে হাসপাতাল সুত্র জানায়।