কুমিল্লা থেকে প্রকাশিত জেলার সকল সংবাদ পত্রের সম্মানীত সম্পাদক মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লার জেলা – উপজেলা থেকে প্রচারিত সংবাদ পত্রের সম্পাদক মহোদয়দের মধ্যে যারা এখনো কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হননি ; তাঁদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হতে বিনীত অনুরোধ করা হলো। আরো জানানো যাচ্ছে যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সহ সকল সদস্যকে আগামী ১৫ মার্চ ‘ ২১ দুপুর ৩ টায় কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্ণারে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।