সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও সরকারের বিরুদ্ধে অপ্রচার ও গুজব প্রতিরোধ করতে ১৪ কোটি মানুষের কাছে ‘জয় বাংলা’ মোবাইল অ্যাপ্লিকেশনটি (অ্যাপ) পৌঁছাবে বলে জানালেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ৭২ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি।শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ আব্দুস সবুর সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে, দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও গুজব প্রতিরোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ২৪ ঘণ্টা কাজ করছে বলেও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, দেশ এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে আইটি সেক্টরেও ব্যাপক উন্নতি হয়েছে। একদিন মহাশূন্যেও বাংলাদেশের একটা অবস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।