রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।সোমবার (২১ ডিসেম্বর, ২০২০) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫,৫৮৫ পিস ইয়াবা, ২৫৫ গ্রাম ৫৯ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ৫০টি ইনজেকশন, ১০ ক্যান বিয়ার ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।