রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। রোববার (২০ ডিসেম্বর, ২০২০) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০,৭২৮ পিস ইয়াবা, ১২৮.৫ গ্রাম ৫৮ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩৮৮ গ্রাম গাঁজা ও ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।