রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রায়েরবাজার এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে রাকিব নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায় পুলিশ। এ সময় একটি রুমে সন্দেহভাজন চার-পাঁচজনকে দেখতে পান পুলিশ সদস্যরা। আসামি রাকিব সন্দেহে ইব্রাহীম নামে আরেকজনকে ধরে ফেলেন পুলিশের এএসআই উজ্জল। এ সময় সন্ত্রাসী ইব্রাহিম সাথে থাকা পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করলে উজ্জ্বল মারাত্মক আহত হন।