হারিয়ে যাওয়া শিশু সেলিনার পিতা-মাতার সন্ধান পেতে ডিএমপি পুলিশের নিকট তথ্য দিন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার বয়স ০৮ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিস্টি কালার জামা এবং সালোয়ার ও কালো সুয়েটার।
(২৭ নভেম্বর, ২০২০) ভোর অনুমান ০৬.০০টায় পল্লবী থানার সেকশন-১২, মিরপুর ডিওএইচএস পরিষদের সামনে শিশু সেলিনাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে নিজ হেফাজতে নেয় পল্লবী থানা পুলিশ ।
পুলিশ সেলিনাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম-সেলিম, মায়ের নাম-চায়না ও তার গ্রামের বাড়ি বরিশাল। সব শুনে পল্লবী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। পল্লবী থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।