মোঃ মঞ্জুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর জেলায়।ইতোপূর্বেও করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন। করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।