রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ১৩টি বোমা নিষ্ক্রিয় করতে পেয়েছে বোম ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানা পুলিশ নির্মাণাধীন একটি ভবনে বোমা রয়েছে বলে তথ্য পায়। পরে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যোগ দেয় অভিযানে। আসে বোম ডিসপোজাল ইউনিট। পরে সেখান থেকে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো নির্মাণাধীন ভবনে তৈরি করা হয়েছিল বলে জানায় ডিবি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ জাতীয় আরো খবর..