কুমিল্লা জেলার বরুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার। ১৬ নভেম্বর কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার তাকে বরুড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। সর্বশেষ তিনি একই থানায় ২০১৭ সালের ৭মে ব থেকে পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
একজন মানবিক পুলিশ ও জনগনের সেবক হিসেবে ইকবাল বাহারের সুনাম রয়েছে। তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলায় কর্মরত থেকে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে আইনি সহযোগিতা করার জন্য সাধারন মানুষ তাকে মনে রেখেছে । এর আগে তিনি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ, চান্দিনা থানা, নোয়াখালী জেলার বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বরুড়া থানায় সাধারন মানুষের জন্য সার্বক্ষনিক পুলিশি সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন ইকবাল বাহার।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইকবাল বাহার
অফিসার ইনচার্জ বরুড়া থানা, কুমিল্লা