কুমিল্লা মহানগরীর মুরাদপুর চৌমুহনীতে মুনতাকিম মেডিকেল হল নামের প্রতিষ্ঠানটি ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করে। ১৪ নভেম্বর শনিবার বিশ্ব ডায়বেটিক দিবস উপলক্ষ্যে উক্ত মেডিকেল ক্যাম্পিং এ সম্পুর্ন বিনামুল্যে ডায়বেটিস পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগীদের সেবা প্রদানসহ চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে রোগীদের সেবা ও পরামর্শ প্রদান করা হয় ।
মুরাদপুর চৌমুহনীর এলাকার (আশরাফিয়া জামে মসজিদ সংলগ্ন) মুনতাকিম মেডিকেল হলের আয়োজনে “বিশ্ব ডায়বেটিক দিবস” উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত রোগীদের বিনামুল্যে নিম্নে বর্ণিত সেবা সমুহ দেওয়া হয়।
১. বিশেষজ্ঞ ডাক্তারগন বিনামূল্য সেবা প্রধান করেন ।
২. গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞগন বিনামূল্য সেবা প্রধান করেন।
৩. বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ।
৪. বিনামূল্যে ডায়বেটিক পরিক্ষা।
৫. বিনামূল্যে ব্লাড প্রেসার পরীক্ষা ।
বিশেষজ্ঞ ডাক্তার: মো: কবীর হোসেন এম.বি.বি.এস, সি.সি.ডি ও ই.ডি.সি (ডায়াবেটোলজি) বারডেম, ঢাকা। সার্টিফাইড কোর্স ইন আ্যাজমা । ডা: কবীর হোসের কুৃমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল বারপাড়া কুমিল্লায় প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও মুনতাকিম মেডিকেল হলে সব সময় যে সকল সেবা সমুহ পেয়ে থাকবেন :
১. ২৪ ঘণ্টায় ঘরে বসে সকল প্রকার ঔষধ ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা (ডেলিভারি চার্জ সহ ফ্রি),
২. মেডিকেল এসিসটেন্ট দ্বারা প্রাথমিক চিকিৎসা সেবা প্রধান,
৩. ২৪ ঘণ্টা মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা সেবা প্রধান,
৪. এ্যাম্বুলেন্স সেবাপ্রধান,ইমন-০১৮৩৪৮১৭০০৭
যোগাযোগের ঠিকানা:
মুনতাকিম মেডিকেল হল, আশরাফিয়া জামে মসজিদ সংলগ্ন,মুরাদপুর চৌমুহনী কুমিল্লা,
মোবাইল 01828687770– 01852066089– 01828633879– 01980078386। (বিজ্ঞাপন)