সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ২৫ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৬ জনে। গত একদিনে মোট মৃতদের মধ্যে দেশের তিন জেলায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মারা গেছেন। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে করোনায় কেউ মারা যায়নি। বিশ্বে করোনা মহামারির দ্বিতীয় প্রকোপের শুরুতে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সবাই স্বাস্থ্য অধ্প্তিরের নিয়ম অনুযায়ি চলাচল করতে হবে।