সিলেট মহানগরীর কুমারগাঁও ও কদমতলির দুটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) পৃথকভাবে এ দুই স্থানে অভিযান চালায় র্যাব।
শনিবার (১০ অক্টোবর) তাদের সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব- ৯ এর দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহনগরীর জালালাবাদ থানাধীন কুমারগাও এলাকা ও দক্ষিণ সুরমা থানার কদমতলি এলাকার জুয়া খেলার আসরে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত বোর্ড, ২ টি স্লিপ বই, নগদ ১১ হাজার ৫শ ১০ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করে র্যাব।
আটককৃতরা হচ্ছে, জনৈক জালালাবাদ থানার সাংসাধীপুর সোনাতলা গ্রামের মৃত. ওয়াসিদ আলীর ছেলে মো. মনির মিয়া (৪৭), পাঠানটুলা এলাকার, মৃত নূর মোহাম্মদের ছেলে মো. জুয়েল রানা (২২), গুফাল গ্রামের ওয়াহিদুল্লাহর ছেলে আব্দুল হান্নান (২৭), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে ফরহাদ (১৯), উত্তর পীরপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে রাজু আহম্মেদ (২১), কুমারগাও এলাকার আসমান আলীর ছেলে কয়েস আহম্মেদ (৪০), সিলেটের কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রাজনগর গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে মো. নেছার আহম্মেদ (২৮), মৌলভীবাজার জেলার সদর থানার দরগা মহল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. জাহেদ আহম্মেদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর থানার ঘাটের চটি গ্রামের মো. আছাব আলীর ছেলে মো. সোলেমান আহম্মেদ (৩০)।
এ জাতীয় আরো খবর..