কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের দেয়াননগর গ্রামে তিনজন মিলে চারজন স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি।
স্থানীয় ও ভিটটিমদের সাথে কথা বলে জানা যায়, দেওয়াননগর গ্রামের সৌদি প্রবাসী ফারুকের ক নামক ছেলেকে ঐ তিন ব্যক্তি বলৎকার করে। এ বিষয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশ ভিকটিমের এলাকায় হাজির হয়ে ঘটনার সত্যতা পায়, এ সময় স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি সামাজিক ভাবে সমাধান করার কথা বলে পুলিশকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে।
এছাড়াও একই এলাকার আরও তিন ছেলে তাদের দ্বারা বলৎকারের শিকার হয়। স্থানীয় প্রভাবশালী মহল একজন ভিকটিমের পরিবারের সাথে টাকার বিনিময়ে আপোষ করলেও অপর তিনজন ভিকটিম ও তাদের পরিবারকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দমকি প্রদান করে।
জানা যায়,যারা বলৎকারের ঘটনার সাথে জড়িতদের মধ্যে একজন আগানগর এলাকার হাজেরার ছেলে ও মানিক গণির ভাগিনা, একই এলাকার মোফাজ্জলের ছেলে ও জসিম মিয়ার ছেলে এরা তিনজনে বলৎকার করে চারজন ছাত্রকে।
জগন্য এ অপরাধকে গোপন করে নিজেদের স্বার্থে স্থানীয় মাতব্বর জালাল মুহুরী,মুকবল, নুরুল মাস্টার ও আক্তার মিয়ারা বিষয়টিকে গোপন রাখার চেস্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনায় জড়িত ধর্ষকদের পরিচয় ও সর্বশেষ খবর জানতে চোখ রাখুন নাগরিক খবরে।