ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।