টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ধর্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরবেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেব কোল গ্রামের ইসমাইল হোসেন শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় ইউসুফ আলী। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় শিশুকে ।
সকালে শিশুটির পেটে ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে বিকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. রাশিদুল ইসলাম জানান শিশু ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে ধরা হয়েছে। ইউসুফ আলীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..