দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ৪৩ জন জাপানি সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নিতে চায় টোকিও। এ জন্য কবর খনন করে যাচাই-বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার জাপানি প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য জাপানের একটি বিশেষজ্ঞ দল ১৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের এক কর্মকর্তা জানান, কুমিল্লার ময়নামতিতে অবস্থিত বিদেশি সেনাদের কবরস্থানে শায়িত ২৪ জনের দেহাবশেষ প্রথম অবস্থায় খনন করে উদ্ধার করা হবে। পরবর্তীকালে চট্টগ্রামের ওয়ার সেমেটারিতে ১৯ জন জাপানি সেনার দেহাবশেষ উদ্ধার করা হবে।