ময়মনসিংহের গৌরীপুরে প্রধানমন্ত্রীর অফিসে কর্মরত নজরুল ইসলামের পিতা আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ্আর নে্ই। তিনি রোববার ( ৩ মার্চ )ভোর ছয়টায় বোকাইনগর ত্রিশঘর নিবাসী তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ( ৭৫ ) বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে পুত্রবধু ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর আড়াইটার সময় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।
মৃত্যু সংবাদ শুনে মরহুমকে দেখতে ছুটি যান উপজেলা
পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এবং প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার সঞ্জিত চন্দ্র দাস। জানাযায় বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম সহ রাজনৈতিক সামাজিক, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিয়ান উপস্থিত ছিলেন।
পারিবারিক সুত্রে জানাগেছে, মরহুম আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি পিতার আত্মার মাগফেরাত কামনা সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন