বাংলাদেশ পুলিশ বার্ষিক টেনিস প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ডাবলস ও সিঙ্গেল উভয় খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের আয়োজনে বাংলাদেশ পুলিশ বার্ষিক টেনিস প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, সিআইডি ও বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং তাদের স্পাউজগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, চরম উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে। টেনিস ছাড়াও কাবাডি, ফুটবল ও ক্রিকেটে বাংলাদেশ পুলিশ খুব ভালো সাফল্য অর্জন করছে। খেলাধূলার মাধ্যমে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। ভবিষ্যতে বিভিন্ন খেলার মাধ্যমে পুলিশ থেকে খেলোয়াড় সংখ্যা আরো বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ চূড়ান্ত প্রতিযোগিতায় ডাবলসে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শরিফুল আলম এবং ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইহসানুল ফিরদাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।