সারাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী পাঁচজন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ১ জন, বরিশাল ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।
করোনা ভাইরাসে চলতি বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেল ৫ হাজার ৩০৫ জন।