গৌরীপুর পৌর তাঁতীলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১০ আগস্ট ) জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক শ্রম সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সহনাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকিদ হাসনাত দুলন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাবেক কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, আ’লীগ নেতা মজিবুর রহমান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মাস্টার, পৌর তাঁতী লীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক ইমরান হাসান প্লাবন প্রমুখ।
শোকসভায় দুই জন শারিরীক প্রতিবন্ধীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।