সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার ১নং আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে ও ৪নং আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
অর্জুন লস্করকে এইমাত্র সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে। পুলিশ সুত্রে জানায় মামলার সকল আসামিকে গ্রেফতার করতে সকল সীমান্ত এলাকা নজরদারিতে রয়েছে।শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ছাত্রাবাসের ওই কক্ষ ২০১২ সাল থেকে ছাত্রলীগের দখল করা কক্ষ হিসেবে পরিচিত।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নগরীর শাহপরাণ থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এজাহারে ছয় আসামির নাম রয়েছে, তিনজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে। নাম থাকা আসামিদের ছয়জনই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তারা হলেন- ১। সাইফুর রহমান, ২।মাহবুবুর রহমান রনি, ৩। তারেক, ৪। অর্জুন লঙ্কর, ৫। রবিউল ইসলাম ও ৬। মাহফুজুর রহমান।