1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারজিস ও হাসনাতকে রংপু‌রে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির নারায়নগঞ্জের কালিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খানের মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ ও মিছিল। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না : সাকি।বিস্তারিত ভিডিও তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা সোনাইমুড়ী উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ নারায়ণগঞ্জে হেফাজতের সমাবেশের চিত্র আবারো পুরাতন বন্ধন ট্রান্সপোর্ট এর যাত্রা শুরু ছাত্রদলের সাবেক সভাপতির কঠোর হুশি*য়ারী অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

চাঁদপুর মতল‌বে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় চেয়ারম্যান গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯২ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যু্বলীগ কর্মী মোবারক হোসেন (৪৮) নিহতের ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে মামলার এক নম্বর আসামি উপজেলার মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) দুপুরে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে ৩১ জনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন মোবারকের ভাই আমির হোসেন।

মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘নিহতের ভাই বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ইতোমধ্যে মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন মুসা গাজী, জুয়েল কবিরাজ, সাবিয়া বেগম, আনোয়ার শেখ, মোশারফ মির্জা ও শাকিলা বেগম। তাদের সবার বাড়ি মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকালে মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর চরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মোবারক নিহত হন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকালে সমাবেশের আয়োজন করেছিল মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাচ্ছিলেন যুবলীগ কর্মী মোবারকসহ একদল কর্মী-সমর্থক। এ সময় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের লোকজন তাদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। সেইসঙ্গে গুলি ছোড়া হয়। এতে মোবারক, তার ছেলে ইমরানসহ তিন জন গুলিবিদ্ধ হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোবারককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মোবারকের ভাই আমির হোসেন বলেন, ‘সমাবেশে যাওয়ার পথে আমার ভাইয়ের ওপর হামলা চালান মিজানুর রহমানের লোকজন। এ সময় গুলি ছুড়লে আমার ভাই-ভাতিজা গুলিবিদ্ধ হন। পরে ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com