বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদীম হত্যায়-জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ডে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ত্রিশাল প্রেসক্লাবসহ ত্রিশাল উপজেলা প্রেসক্লাব।
গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর নৃশংস ভাবে হামলা করে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ক্যাডার বাহিনী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদ আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, রিপোর্টাস ক্লাবের সভাপতি কামাল হোসেন।
ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আরিফুর রহমান রাব্বানী, সহ- সভাপতি খ.ম. শফিকুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কিরণ আকন্দ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম ষাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম, সম্মানিত সদস্য আব্দুল কাদের জিলানী, তাছলিমা রতনা , ইকবাল হোসেন, রাকিবুল হাসান ফরহাদ, আব্দুল কাদির, সোহাগ আকন্দ, রবিউল ইসলাম হৃদয় প্রমুখ।