নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কচুয়া উপজেলায় ১,০০০ টি তালের চারা রোপণ করা হয়।
চারা রোপণ কার্যক্রমে সরেজমিনে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপায়ন দাস শুভ, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাবের আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব তারেক নাথ মল্লিক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
তাল গাছ রোপণ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপনিও অংশীদার হোন।