বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার অধিনস্ত এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হবির মোড় এলাকায় পৌঁওতা রেলগেইট চত্ত্বরে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ান রহিমের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আজ (২৫ মে) বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় পৌঁওতা রেলগেইট চত্ত্বরে মাদক বিরোধী বিশেষ অভিযান ও লাইসেন্স বিহীন গাড়ির চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে বাস, ট্রাক, মিনি পিক-আপসহ সকল প্রকার যানবাহনে বিশেষ ভাবে তল্লাশি চালানো হয়েছে। তাছাড়া মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের হেলমেটসহ বিভিন্ন প্রকার কাগজ পত্র বিশেষ ভাবে চেক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে আনুমানিক ১০টির অধিক মামলা দায়ের করা হয়েছে।
বিশেষ অভিযান পরিচালনার সময় সার্জেন্ট মুনতাসির, সহকারী উপ-পরিদর্শক আজিমুল ইসলাম, ট্রাফিক উজ্জ্বল, সদস্য আব্দুল খালক, মাসুূুদুর রহমান, জালাল উদ্দীন, রবিউল ইসলাম, মানিক চন্দ্রসহ পুলিশ ফাঁড়ির আরো অনেকে উপস্থিত ছিলেন।