বগুড়া জেলার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। আজ (১৭ মে) বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া কাহালু উপজেলার দুর্গাপুর গ্রামের মকসেদ আলীর ছেলে খোকন (২৯) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সদর এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে আসমান বাবু (৪০)
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলম বলেন, চলতি মাসের ১৪ তারিখ দুপুরে উপজেলার কুন্দগ্রাম তহশীল অফিসের সামনে থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় অজ্ঞাত নামে একটি চুরির এজাহার দায়ের করেন মোটরসাইকেলটির সত্ত্বাধিকারী আব্দুল গফুর। এ ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে কাহালু দুর্গাপুর থেকে খোকন নামের চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করে। পরে খোকনের দেওয়া তথ্য অনুযায়ী এই চুরির সঙ্গে জড়িত থাকা চোর চক্রের আরেক সদস্য আসমান বাবুকে রাতে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের তথ্য অনুসারে জয়পুরহাট জেলার পাঁচ বিবি থেকে চুরি যাওয়া বাজাজ ১৫০সিসি পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় আসামিদ্বয়ের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি চুরি মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।