রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম আসমা বেগম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার পূর্বধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ আসমা বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, আসমা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় ফেন্সিডিলের আরো মজুদ রয়েছে। সেখানে অভিযান চালিয়ে আরো ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।