কুমিল্লা মহানগরীর রেইসকোর্স থেকে ১৮ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত সাড়ে ৭টায় নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা চারজনকে গ্রেফতার পুর্বক তাদের হেফাজত থেকে ১৮ হাজার ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট াুদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার গোলাবাড়ীর দেলোয়ার হোসেন (৩২), ধর্মপুরের কাজী মহিউদ্দিন নাজমুল (৩২), রেইসকোর্সের সাখাওয়াত হোসেন @ হিমেল (৩২) এবং বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের নাজমুল হক (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।